ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপির মতবিনিময় 

সিরাজগঞ্জে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপির মতবিনিময় 

সিরাজগঞ্জে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হিন্দু সম্প্রদায়ের সাথে জেলা বিএনপির মতবিনিময় সভা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে শহরের মুজিব সড়কের শ্রী শ্রী মহাপ্রভু আখড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রোমানা মাহমুদ।

এ সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু, নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, রকিবুল হাসান রতন, ভিপি শামীম খান, নুর কায়েম সবুজ, আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, তানভীর মাহমুদ পলাশ, এসএম আনোয়ার হোসেন রাজেশ, এ্যাড. ইন্দ্রজিত সাহা, এ্যাড. নাজমুল ইসলাম, সেলিম ভ‚ইয়া, মির্জা আব্দুল জব্বার বাবু, আব্দুল্লাহ আল কায়েস, জুনায়েত হোসেন সবুজ, হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন, এ্যাড. কল্যাণ কুমার ভৌমিক, সুকুমার সাহা, সাংবাদিক হিরুক গুন, দিলীপ কুমার গৌড় প্রমুখ।

বক্তারা বলেন, জেলায় শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখতে হিন্দু ধর্ম সম্প্রদায়ের লোকজনকে নির্ভয়ে বসবাস করতে এবং তাদের নিরাপত্তার স্বার্থে যেকোন নৈরাজ্য ঠেকাতে বিএনপির নেতাকর্মীরা তাদের পাশে থাকবেন। এ সময় জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও হিন্দু স¤প্রদায়ের পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ,হিন্দু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত